Tuesday, February 22, 2022

২৫শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন? আসল সত্য ঘটনা কি?

 ২৫ শে ডিসেম্বর কি সত্যিই যিশু খৃষ্টের জন্মদিন?

____________________­__________ 

.

খৃষ্ট ধর্মে মিথ্যার অণুপ্রবেশের বড় প্রমাণ হল ২৫ শে ডিসেম্বর কে বড়দিন হিসেবে পালন করা। অথচ যীশু ২৫ শে ডিসেম্বর জন্মগ্রহণ করেছেন কথাটি যেমন শতভাগ মিথ্যা, তেমনি এ দিবস পালন করা যীশুর শিক্ষা এ দাবীও শতভাগ মিথ্যা। আর এখন এই দুটি শতভাগ মিথ্যাই খৃষ্ট ধর্মের মূল আচারে পরিণত হয়েছে।

.

খৃষ্টধর্মের সর্বোচ্চ নেতা পোপ বেনেডিক্ট ১৬ (Benedict 16) তার লিখিত "Jesus of Nazareth: The Infance Narratives" পুস্তকে একথা স্বীকার করেছেন যে, ২৫ শে ডিসেম্বর যীশুর জন্মদিন হওয়ার বিষয়টি সম্পুর্ন মিথ্যা। 

.

খৃষ্টান গবেষকগণ এ বিষয়ে একমত যে, যীশুর মৃত্যুর ৩০০ বছর পর্যন্ত কোন খৃষ্টানই এই দিনটিকে বড়দিন হিসেবে পালন করেন নি। আর এটিকে বড়দিন হিসেবে পালন করার কোনরূপ নির্দেশনা বাইবেলে প্রদান করা হয়নি।


যীশু যা নিজে পালন করেন নি, যা যীশুর একনিষ্ঠ শিষ্যরা পালন করেননি, যা যীশুর জন্মের ৩০০ বছরের মধ্যেও কেউ পালন করেন নি, তা কিভাবে খৃষ্টধর্মের পালনীয় একটি দিন হতে পারে?

মাইক্রোসফট এনকার্টায় ক্রিসমাস আর্টিকেলের বক্তব্য হল:

Historians are unsure exactly when Christians first began celebrating the Nativity of Christ. However most scholars believe that Christmas originated in the 4th century as a Christian substitute for pagan celebrations of the winter solstice.

"ঠিক কবে থেকে যীশুর জন্মদিন উদযাপনের জন্য খৃষ্টানগণ ক্রিসমাস পালন শুরু করেন সে বিষয়ে ঐতিহাসিকগণ নিশ্চিত নন। তবে অধিকাংশ খৃষ্টান গবেষক মনে করেন, পৌত্তলিক উত্তরায়ণ উৎসবের বিকল্প হিসেবে ৪র্থ শতকে ক্রিসমাস পালনের আয়োজন করা হয়"।

.

মূলত রোমাম-গ্রীকদের খৃষ্টধর্মের দিকে আকৃষ্ট করতেই খৃষ্টান ধর্মগুরুগণ তাদের ধর্মে এই বিদাত চালু করেন। গ্রীক-রোমানগন ডিসেম্বর এর শেষের দিকে তাদের ফসলের দেবতা Saturn এবং Mithra এর পূজা করতো। তাদেরকে ধোকা দিয়ে সহজেই খৃষ্টান বানানোর পদ্ধতি হিসেবে এই বিদাআতকে খৃষ্টান পাদ্রীগণ চালু করেন। 

.

যে মিথ্যাকে খৃষ্টানগণ তাদের ধর্মে ঢুকিয়ে আজ বড়দিন উদযাপনে ব্যস্ত তারা যদি একটু ভাবতেন যীশু বাইবেলে কী বলেছেন?


যীশু বলেন: " তোমরা চুরি করিও না এবং আপন আপন স্বজাতীয়কে বঞ্চণা করিও না এবং মিথ্যা বলিও না" (লেবীয়, ১৯/১১)।

_______________

.

মিথ্যার অনন্ত শাস্তি হচ্ছে জাহান্নাম। যীশু বলেন:


"কিন্তু জলন্ত আগুন ও গন্ধকের হ্রদের মধ্যে থাককিন্তু জলন্ত আগুন ও গন্ধকের হ্রদের মধ্যে থাকাই হবে ভীতু, বেঈমান, ঘৃণার যোগ্য, খুনী, জেনাকারী, জাদুকর, মুর্তিপূজারী এবং সব মিথ্যাবাদীদের শেষ দশা। (প্রকাশিত বাক্য, ২১/৮)


তাই আমরা খৃষ্টানদের বলব, আসুন না আমরা মিথ্যা পরিত্যাগ করে মানুষের সামনে সত্যটা বলি। আর এই বড়দিন নামক বিদাআতকে পরিত্যাগ করি।

════════════════════­═══

. তথ্যসূত্র ও


বিস্তারিত: 

১) রহমাতুল্লাহ কিরানবী, ইযহারুল হক্ক, 

২)ড. আব্দুল্লাহ জাহাংগীর, কিতাবুল মোকাদ্দাস-ইঞ্জিল শরীফ ও ঈসায়ী ধর্ম, পবিত্র বাইবেল: পরিচিতি ও পর্যালোচনা।

No comments:

Post a Comment

হযরত ঈসা (আঃ) ও তৎকালীন ইহুদী ধর্ম নেতাদের অতি সংক্ষিপ্ত ইতিহাস #ঈসা (আঃ) #ইয়াহুদী #ধর্মগুরু

 হযরত ঈসা (আঃ) ও তৎকালীন ইহুদী ধর্ম নেতাদের অতি সংক্ষিপ্ত ইতিহাস  #ঈসা (আঃ) #ইয়াহুদী #ধর্মগুরু https://www.facebook.com/100064457120976/pos...