Thursday, February 24, 2022

কুরআন এক বিস্ময়কর মহৌষধ

 কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ কিছু সূরা ও আয়াত এবং তাঁর ফযিলত সমূহ :


(১) সূরা ফাতিহাঃ

সূরা ফাতিহা হল ঝাড়ফুঁকের মন্ত্র এবং সমস্ত রোগের মহৌষধ। [বুখারি-৫৭৩৬]



(২) সূরা আল-কাহফঃ

প্রথম ১০ আয়াত মুখস্থকারী দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। অন্য বর্ণনায় এসেছে শেষের দিকের ১০ আয়াত। [১৯১৯-১৯২০]


(৩) সূরা আল কাহফঃ

জুম'আর দিনে সম্পূর্ণ সূরা কাহফ তেলাওয়াতকারীর এক জুমা থেকে আরেক জুম'আর মধ্যবর্তী সময় নূর হবে। [বাইহাকি-৬২০৯]


(৪) সূরা বাকারাঃ

২৫৫নং আয়াত যা আয়াতুল কুরসী নামে প্রসিদ্ধ প্রত্যেক ফরয সালাতের পরে পাঠ করলে মৃত্যু ব্যতীত জান্নাতে প্রবেশের আর কোন বাঁধা থাকবে না। এবং প্রত্যেক রাতে ঘুমানোর পূর্বে পড়ে ঘুমালে সারা রাত ব্যাপী শয়তান তাঁর কোন ক্ষতি করতে পারবে না। [নাসাঈ কুবরা-৯৯২৮]


(৫) সূরা বাকারাঃ

শেষ দুই আয়াত; অর্থাৎ ২৮৫ ও ২৮৬ নং আয়াত যে ব্যক্তি প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে পড়বে, তাঁর জন্যে সেই আয়াত দুটিই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। [বুখারি-৪০০৮]


(৬) সূরা বাকারাঃ

প্রত্যেকদিন বাড়িতে সূরা বাকারা যদি তেলাওয়াত করা হয় তাহলে বাড়িতে শয়তান প্রবেশ করতে পারবে না। [মুসলিম-১৮৬০]


(৭) সূরা মূলকঃ

কেউ যদি ঘুমানোর পূর্বে এই সূরা পড়ে ঘুমায়, তাহলে এইটি তাঁকে কবরের আযাব হতে মুক্তি দিবে। [সহীহুল জামে-৩৬৪৩]


(৮) সূরা ইখলাসঃ

সূরা ইখলাস যদি কেউ ৩ বার পাঠ করে, তাহলে একবার সম্পূর্ণ কুরআন খতম করার সওয়াব পাবে সুবহানআল্লাহ। এবং কেউ যদি ১০ বার পাঠ করে তাহলে জান্নাতে তাঁর জন্যে একটি ঘর নির্মাণ করা হয়। এবং কেউ যদি অন্তত একবার ইখলাসের সহিত পাঠ করে তাঁর জন্যে জান্নাত ওয়াজীব হয়ে যায়। সুবহানআল্লাহ। [বুখারি-৫০১৩]


(৯) সূরা কাফিরুনঃ

এই সূরা কেউ যদি ৪ বার পাঠ করে তাহলে একবার সম্পূর্ণ কুরআন খতম করার সওয়াব তাঁকে দেওয়া হয়। সুবহানআল্লাহ। [তিরমিযী-২৮৯৩]


(১০) সূরা ফালাক ও সূরা নাসঃ

এই দুই সূরা নিয়মিতভাবে পড়লে জিন ও বদ নজর থেকে বাঁচা যায়। [তিরমিযী-২০৫৮]


(১১) সূরা ইখলাস, ফালাক, নাসঃ

একত্রে এই তিন সুরাকে তিন কূল বলা হয়ে থাকে। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় কেউ যদি ৩ বার করে পাঠ করে তাহলে অন্যান্য জিনিস থেকে তাই তাঁর জন্যে যথেষ্ট হবে। [আবু দাউদ-৫০৮৪].

No comments:

Post a Comment

হযরত ঈসা (আঃ) ও তৎকালীন ইহুদী ধর্ম নেতাদের অতি সংক্ষিপ্ত ইতিহাস #ঈসা (আঃ) #ইয়াহুদী #ধর্মগুরু

 হযরত ঈসা (আঃ) ও তৎকালীন ইহুদী ধর্ম নেতাদের অতি সংক্ষিপ্ত ইতিহাস  #ঈসা (আঃ) #ইয়াহুদী #ধর্মগুরু https://www.facebook.com/100064457120976/pos...